
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সমস্যায় যাত্রীরা। বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১০৮টি ট্রেন। শনিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। এদিন বারুইপুর স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ঢুকতেই স্টেশনে উপচে পড়া ভিড় আছড়ে পড়ল ট্রেনের কামরায়।
কামরার ভিতরে ও দরজার সামনে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় বহু যাত্রী উঠতে পারেননি। স্টেশনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খোকন সাপুই নামে এক যাত্রী বলেন, ‘সকালে প্রায় দু’ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি। চেষ্টা করেও ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারছি না। রেল রাতে বা ছুটির দিন তাদের কাজ করতে পারত। কিন্তু দিনের বেলায় কাজের জন্য যদি এই অবস্থা হয় তবে আমরা কীভাবে কাজে যাব?’ অমিত দাস নামে আরেক যাত্রী অভিযোগ করেন, ‘ট্রেন বন্ধের খবর শুনে ভোরবেলা স্টেশনে এসেছি। ১০টা বেজে গিয়েছে। এখনও ট্রেনে উঠতে পারিনি।’
সামনেই সরস্বতী পুজো। ফলে ফুল ও ফল নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে অনেকেই কলকাতার বাজারে বিক্রি করতে আসেন। তাঁরাও তাঁদের মালপত্র নিয়ে বড় সমস্যার মুখোমুখি। তাঁদের দাবি, ভিড়ের চাপে ফুল বা ফল নষ্ট হয়ে গেলে বড় ক্ষতি হবে। পাশাপাশি এটাও তাঁরা জানান, সকালে বাজারে পৌঁছতে না পারায় তাঁদের বিক্রিতেও ধাক্কা লাগল। মফঃস্বলের বহু ক্রেতাই সকালে মাল কিনে বেলায় তাঁদের এলাকার বাজারে বিক্রি করেন। কিন্তু ট্রেন দুর্ভোগের জন্য সেই ক্রেতাদের তাঁরা হারালেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও